সপ্তডিঙ্গা

(0 পর্যালোচনা)

লিখেছেন:
শঙ্কর ঘোষ
প্রকাশক:
লালমাটি

দাম:
₹400.00

পরিমাণ:

মোট দাম:
শেয়ার করুন:
প্রকাশক
লালমাটি
লালমাটি
(0 ক্রেতার পর্যালোচনা)

বইয়ের নাম- সপ্তডিঙ্গা

লেখক- শংকর ঘোষ

শংকর ঘোষ তাঁর দীর্ঘ সাংবাদিক জীবনে কখনো রিপোর্টার, কখনো সহযোগী সম্পাদক ও আবার কখনো বা মুখ্য সম্পাদকের কঠিন দায়িত্ব পালন করেছেন কৃতিত্বের সঙ্গে। এর পাশাপাশি তাঁকে পাঠক চিনেছেন একজন দক্ষ রাজনৈতিক বিশ্লেষক, প্রবন্ধকার এবং ইংরেজি, বাংলা ভাষায় লেখা গ্রন্থের রচয়িতা হিসেবে। তবে সাংবাদিক জীবনের এই সীমারেখা ছাড়িয়ে তাঁর যে আরও একটি পরিচয় ছিল, সে কথা ওঁর পাঠকগোষ্ঠীর কাছে প্রায় অজ্ঞাতই থেকে গেছে চিরদিন আর তা হল শুধু মাত্র বিশ্বসাহিত্যের প্রতি ওঁর গভীর অনুরাগ নয়, নানা আকর্ষণীয় বিষয়ে প্রকাশিত গ্রন্থাবলীর গুণাবলী নিক্তি ওজনের মাপে জহুরির মতো যাচাই করে নেবার ক্ষমতা। ‘সপ্তডিঙা' শংকর ঘোষের বিভিন্ন সময়ে লেখা বেশ কিছু গ্রন্থ সমালোচনা ও প্রবন্ধের সংকলন।

দিল্লির ‘হিন্দুস্থান স্ট্যান্ডার্ডে শংকর ঘোষ তখন কর্মরত। ওই একই প্রতিষ্ঠানের ইংরেজি বাংলা দুই কাগজে (আনন্দবাজার পত্রিকা) গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের পাশাপাশি রাজনৈতিক সংবাদদাতা হিসেবে নানা প্রবন্ধ লিখেছেন তিনি।

১৯৬০-৬১তে ‘আনন্দবাজার পত্রিকা'র সাহিত্য পাতায় বেরুতে শুরু করল এক নতুন কলম ‘সপ্তডিঙা’। এই কলমে ‘সওদাগর’ ছদ্মনামে নিয়মিত গ্রন্থ সমালোচনা করেছেন শংকর ঘোষ। ‘সপ্তডিঙা’ কলমের মূল বিষয় ছিল বিশ্বসাহিত্যের মূল্যায়ন।

আলোচ্য গ্রন্থগুলির মধ্যে সিংহভাগই ছিল অনুবাদ সাহিত্য যা মূল ভাষা থেকে অনূদিত হয়েছে ইংরেজি ভাষায়। রুশ, জার্মান, ফরাসি, চেক প্রভৃতি নানা বিদেশি ভাষায় রচিত গ্রন্থের অনুবাদ ছাড়াও ইংরেজি ভাষায় লেখা মূল কিছু গ্রন্থও সমালোচনার জন্য শংকর ঘোষ সংযোজন করেছিলেন তাঁর কলমে। শুধু মূল্যায়ন নয়, শংকর ঘোষ এর পাশাপাশি আর একটি মহৎ কর্ম সাধন করেছিলেন। তাঁর এই কলমের সাহায্যে তিনি বিশ্বসাহিত্যের সঙ্গে পরিচয় করিয়েছিলেন সাহিত্যপ্রেমী বাঙালি পাঠককে। এইসব গ্রন্থের বিষয় নির্বাচনের বৈচিত্র্যও ছিল অসাধারণ। কল্পবিজ্ঞান থেকে শুরু করে রাজনীতি, ইতিহাস, শিল্প, দর্শন, নারীবাদী সাহিত্য, এমনকি প্রেম, ভালোবাসার মতো বিষয় নিয়ে রচিত গ্রন্থের যে শুধু আলোচনা করেছেন তিনি তাই নয়, সেই সময়ের সমাজ ও রাজনৈতিক অবস্থার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছেন পাঠকের চোখের সামনে।এখানেই লুকিয়ে আছে ‘সপ্তডিঙা'র মূল আকর্ষণ ।


পরবর্তীকালেও বিভিন্ন পত্রপত্রিকায় শংকর ঘোষ যে সমস্ত গ্রন্থ সমালোচনা করেছেন, সেগুলি অবশ্য সবই ইংরেজি বা বাংলা ভাষায় লেখা, অনুবাদ নয়। এই সব গ্রন্থের বিষয়ও ভিন্ন। ইতিহাস, রাজনীতিমূলক গ্রন্থের পাশাপাশি রয়েছে আত্মজীবনীমূলক গ্রন্থও। সেই সব গ্রন্থসমালোচনাও সংযোজিত হয়েছে এই গ্রন্থে।

শংকর ঘোষ। এই উপলক্ষ্যে সেই সময়ে ‘আনন্দবাজার পত্রিকায়' প্রকাশিত দুটি রচনা এবং বিভিন্ন ছয়ের দশকে ইংল্যান্ডের রানী এলিজাবেথের ভারত সফরে সাংবাদিক হিসেবে সফরসঙ্গী ছিলেন সময়ে নানা বিষয়ে লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত বেশ কিছু প্রবন্ধও স্থান পেয়েছে এই গ্রন্থে।

শংকর ঘোষের জন্মের শতবর্ষ উপলক্ষে কলকাতা প্রেস ক্লাব যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, সে ব্যাপারে সাহায্য করতে গিয়ে ওঁর লেখা পুরানো কাগজপত্রের মধ্যে গত শতকের ছয়ের দশকে ‘আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ‘সপ্তডিঙা’র প্রায় ছিন্ন, বিবর্ণ হয়ে যাওয়া কিছু ক্লিপিং খুঁজে পাই । একেই বোধ হয় বলে ‘উজ্জ্বল উদ্ধার’। ‘লালমাটি’র প্রকাশক এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় ‘সপ্তডিঙা’-কে আজ গ্রন্থরূপে পাঠকের দরবারে পৌঁছে দেওয়া সম্ভব হল। এর জন্য প্রকাশককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি

Boier Haat   |   © All rights reserved 2023.