বই - তালাশনামা
লেখক- ইসমাইল দরবেশ
বাঙালি মুসলিম সমাজের নানা জটিলতা, কুটিলতা, ধর্ম বিশ্বাসের বিচ্যুতি, রাজনীতির কানাগলি ও অভ্যন্তরীণ অস্থিরতার বাতাবরণে সূত্রপাত ঘটেছে ইসমাইল দরবেশের 'তালাশনামা'-র। মসজিদের ইমামের সঙ্গে মসজিদ কমিটির দ্বন্দ্বের পাশাপাশি কুশীলবদের জীবন-জীবিকা, সংস্কার সেই সঙ্গে প্রতিটি চরিত্রের জীবনবোধ ও উদ্দেশ্য অনুসন্ধানের এক প্রচেষ্টা দেখা যাচ্ছে এই উপন্যাসে। সদনাহাটি গ্ৰামের দরদী, ভাবুক, শিক্ষিত যুবক মারুফের সঙ্গে ইমাম মাওলানা তাহিরুলের দার্শনিক দ্বন্দ্বও লক্ষ্যণীয়। আবার অন্যদিকে অবিবাহিত তাহিরুলের প্রেমে পড়া জেদি, মুক্তমনা রিজিয়ার জীবনযন্ত্রণাও আমাদের ব্যথিত করে তোলে। কিন্তু অদ্ভুতভাবেই এই উপন্যাসের মোড় ঘুরে যায় সদনাহাটির সংখ্যালঘু অমুসলিম শিক্ষিত সুমনের সঙ্গে পালিয়ে গিয়ে রিজিয়ার বিয়ে করার বিষয়টির দ্বারা। তাই একটা প্রশ্ন তো থেকেই যায় যে কী এমন গোপন রহস্য লুকিয়ে রয়েছে এই বিবাহের পশ্চাতে? তার থেকেও বড়ো রহস্য হল পালিয়ে যাওয়ার আগে রিজিয়া কেন মসজিদের দেওয়ালে লিখে গেল ইসলামবিরোধী কথাগুলো? উপন্যাসটি বারবার মনে রাখতে শেখায় প্রত্যেকের মধ্যেই রয়েছে আত্ম-অন্বেষণের এক প্রয়াস। আসলে কী চেয়েছে তারা? কীসের তালাশ?
পশ্চিমবঙ্গের মুসলিম জনজীবন নিয়ে 'তালাশনামা'-র মতো উপন্যাস বাংলা সাহিত্যে বিরল। চিরায়ত ভাবনা ও স্বরে 'তালাশনামা' আমাদের পৌঁছে দেয় প্রতিবেশীর দরজায়। সেই দরজায় আছে ঘরে ঢোকার আহ্বান। প্রতিবেশীকে চিনে নেবার ডাক। প্রিয় পাঠক আসুন আমরা ভালোবাসার সেই ডাকে সাড়া দিই।