টানাপোড়েন
সমরেশ বসু
প্রচ্ছদ : সুব্রত গঙ্গোপাধ্যায়
উপন্যাসটি বিষ্ণুপুরের তাঁতি সম্প্রদায়ের জীবন নিয়ে লেখা। সাহিত্যিক সমরেশের লেখায় প্রথম এই উপন্যাসেই রঙের টান আর শিল্পের কারুমিতি ফুটে ওঠে। এই উপন্যাসের মূল চরিত্র পাঁচু কীত। সে একজন তাঁত শিল্পী। ওর ধ্যান জ্ঞানই হল বালুচরের নকশা আর তাঁত। পাঁচু কীতের হাতের কাজ কেমন তার দৃষ্টান্ত .... "শাড়ির নাম বালুচর। ক্যানে? বালুচরে রোদের ঝিলিক, নানা রঙের খেলা? আর সেই খেলাতে হাওয়ার ঝাপটায় নানান নকশার চোখ জুড়ানো ছবি?...... কে জানে? উয়ার জবাব জানা নাই হে।" পাঁচুর সত্তার দুটি দিক। একদিকে সোহাগের স্ত্রী মোতি ও ছেলে মেয়ে বাপ নিয়ে তার সংসার। আবার যখন সে শিল্পী তখন তার মেজাজই আলাদা। নতুন লসকার মতো যোগেন বীটের সুন্দরী বউ থাকে তার ধ্যানে, অবচেতনে। সমরেশের প্রিয় উপমা সাপের। চন্দ্রবোড়া সাপ খুজে ফেরে শিয়রচাঁদা সাপিনীকে। সাপ এখানে যৌনতার প্রতীক। লেখকের জীবন বোধে যৌনতা ও সৃষ্টিক্ষমতা একাকার। বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি উপন্যাস এই 'টানাপোড়েন'।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.