সাহিত্যরাজ্যের মর্মমূলে রূপকথার ঠাঁই। সব দেশের, সব কালের রাজা থেকে সব-হারানোর দল, সকল বিত্তশালী থেকে নিরাভরণ কুঁড়েঘরের সকল মানুষের সুখ-দুঃখ, ব্যথা-বেদনা, আশা-আনন্দ, হিংসে-ভালোবাসা এইসব মশলা দিয়ে মিলিয়ে মিশিয়ে তৈরি হয় রূপকথার কাহিনীরা। এখানে শেষ পর্যন্ত সব হারিয়ে যাওয়া ফিরে আসে, মা-হারা মা পায়, যার কিছু নেই, সেও শীতের রাতে গায়ে জরানোর নরম-গরম কাঁথা পায়। রূপকথা— যা সব বয়সের মুখে হাসি ফোটায়, বুকের মাঝে লুকিয়ে থাকা শিশুমনকে জাগিয়ে তোলে। এই রূপকথার এক শ্রেষ্ঠ কারিগর , বাংলা শিশুসাহিত্যের এক উজ্জ্বল রত্ন, যার লেখার জাদুতে চারিদিক আলো হয়ে যায়—শ্রীমতী গৌরী ধর্মপাল। তাঁর অফুরান গল্পের ঝুলি থেকে এই দুই খণ্ডে বেছে নেওয়া হয়েছে মালশ্রীর পঞ্চতন্ত্র, আশ্চর্য কৌটো, ইংলে পিংলে, চাঁদনি, চোদ্দপিদিম, ঘোড়া যায়, উপনিষদের গল্প ও আরও কিছু অপ্রকাশিত গল্প ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি