কলকাতায় ফেলুদা
সত্যজিৎ রায়
বাংলা সাহিত্যের এক বিস্ময়কর চরিত্র সতাজিৎ রায়ের রহস্য রোমাঞ্চ কাহিনীর গোয়েন্দা ফেলুদা। সববয়সী পাঠকদের একান্ত প্রিয়জন ফেলুদার ভালো নাম প্রদোষচন্দ্র মিত্র। রহস্যের জট ছাড়াতে তাঁকে দেশবিদেশের নানা জায়গায় যেতে হয়েছে। কিন্তু কলকাতার ছেলে ফেলুদাকে তাঁর নিজের এই শহরেও রহস্যের সন্ধানে কম ঘুরতে হয়নি। একটি দুটি নয়, গুনে গুনে ন'টি রোমাণ্যকর দুর্ধর্ষ কাণ্ড ঘটে গেছে কলকাতায়। অসামান্য পর্যবেক্ষণ ক্ষমতা ও বিরল বিশ্লেষণী দক্ষতা নিয়ে ফেলুদা প্রত্যেকটি ঘটনার সত্যাসত্য নির্ণয় করেছেন নিজস্ব স্টাইলে । ফেলুদা একাই একশো । তবু এইসব কাহিনীতে তাঁর সঙ্গে আছেন অতিপরিচিত জটায়ু আর তপসে । এঁরা দুজনেই আবার কলকাতার বাসিন্দা ৷ সব মিলিয়ে এই-সংকলনে বাঙালির এই প্রিয় শহর আর একভাবে প্রাণবন্ত হয়ে উঠেছে । ‘পাহাড়ে ফেলুদা’র পর এবার দুই মলাটের মধ্যে সাজিয়ে দেওয়া হল কলকাতায় ফেলুদার সমস্ত অ্যাডভেঞ্চার কাহিনী '।
এই খণ্ডে মুদ্রিত রহস্য গল্পগুলি হল :
কৈলাস চৌধুরীর পাথর, শেয়াল-দেবতা রহস্য, গোরস্থানে সাবধান, গোলোকধাম রহস্য, অম্বর সেন অন্তর্ধান রহস্য, বোসপুকুরে খুনখারাপি, ইন্দ্রজাল রহস্য, অপ্সরা থিয়েটারের মামলা, ডা. মুন্সীর ডায়রি