বই - ...তবুও সত্যি
লেখক : সুকন্যা, দেবলীনা, বর্ণালী
প্রচ্ছদভাবনা : তৌসিফ হক
* প্রাচীন নর্স মাইথোলজির সঙ্গে মিশে আছে বহু প্রাচীন দেবদেবীর নাম। তাদের মধ্যে অন্যতম জ্ঞান ও মৃত্যুর দেবতা অডিন। জ্ঞানের জন্য অডিন যেমন বহু ত্যাগ করেছেন, অন্যদিকে অডিনের দর্শন মৃত্যুর নামান্তর। দেবতার এই বৈপরীত্যের আড়ালে রয়েছে আকাঙ্খা ও উচ্চাকাঙ্খার মাঝের সূক্ষ্ম পার্থক্য। অতিরিক্ত লোভ পতনের সেই পথ সুনিশ্চিত করে। ভালো মন্দের ব্যবধান সরে যায়। মানুষের জীবনে নেমে আসে অন্ধকার।
* সুপ্রাচীন গ্রীক সভ্যতার গভীরে লুকিয়ে আছে বহু ভালো-মন্দ, সাদা-কালো; যার প্রতি রয়েছে মানুষের কালোত্তীর্ণ আকর্ষণ। এমনই এক ‘গ্রীক রহস্য’ সাইরেন। প্রাচীন পুরাণ ও মহাকাব্যের পাতায় তারা দানবী---- পক্ষীমানবী। বিশাল সমুদ্রের কোন অচিন দ্বীপ তাদের ঠিকানা তা কেউ জানে না। তবে সুরেলা কণ্ঠে গান গেয়ে তারা নাবিকদের ডেকে নিয়ে যায় মৃত্যুর ডেরায়। গ্রীক পৌরাণিক আখ্যান, ওডিসি প্রভৃতিতে ‘সাইরেন মিথ’ অতি পরিচিত। জাহাজের 'সাইরেন' ও পরবর্তীকালে কারখানার ডাকসূচক শব্দকে ‘সাইরেন’ বলার পেছনেও লুকিয়ে আছে এই বহুল পরিচিত ‘সাইরেন মিথ’।
* আধ্যাত্মিক জগতের জ্ঞানগঞ্জ একটি অত্যন্ত আকর্ষণীয় এবং রহস্যময় স্থান। প্রতিটি সাধকের সেখানে পৌঁছনোর একটি অন্তর্নিহিত বাসনা থাকে। বিশুদ্ধানন্দ পরমহংস ওরফে কাশীর গন্ধবাবা জ্ঞানগঞ্জ থেকে ফিরে আসার পর তার শিষ্য মাননীয় গোপীনাথ কবিরাজ জ্ঞানগঞ্জ নামে যে বইটি লিখেছিলেন সেখান থেকেই জ্ঞানগঞ্জ বা সাংগ্রীলা বা সাম্ভালার সম্পর্কে জনমানসে কৌতূহলের উদ্রেক হয়।
প্রবাহিত মিথ অন্তঃসলিলার মতো বয়ে চলেছে আমাদের যাপনে-বিশ্বাসে-অবিশ্বাসেও। পৃথিবীর এক কোণার মানুষের বিশ্বাস কি অন্য কোন কোণায় থাকা মানুষের জীবনকে প্রভাবিত করে না? চেনা পৃথিবীর আনাচে-কানাচে গা ঢাকা দেওয়া অদ্ভুত ঘটনা আর মানুষের জীবনে লুকিয়ে থাকা অতিলৌকিক অভিজ্ঞতা আর বিশ্বাসের কাহিনিকে আশ্রয় করে গড়ে উঠেছে ২১টি গল্পের সংকলন...
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.