নদিয়ার বেতশিল্প
দূর্বা প্রামাণিক
মানুষের সৃজনমনের এবং হাতের ছোঁয়ায় তুচ্ছাতিতুচ্ছ বস্তু অসামান্য শিল্পসৌন্দর্যে ভাস্বর হয়ে ওঠে। ব্যবহারিক প্রয়োজনে কখনও বা আচারগত কারণে অথবা জাদুক্রিয়ার অনুষঙ্গে সৃষ্ট হয়েছে লোকশিল্প। লোকশিল্পের ধারায় বেতশিল্প অন্যতম। মানব সভ্যতার আদি পর্বে কাঠের তৈরি তৈজস মানুষ ব্যবহার করত। বহুকাল থেকেই বেত থেকে তৈরি হয়ে আসছে ধামা, আড়ি, দাঁড়িপাল্লা, ছড়ি। বর্তমান বিশ্বায়নের যুগে অন্দরসজ্জাতে বেতের আসবাবের যথেষ্ট কদর রয়েছে। কিন্তু ভাটা পড়েছে লোকায়ত শিল্পধারায়। সুতরাং পুরাতন ধারাকে বাঁচিয়ে রেখে নতুন উদ্যোগ নিতে গেলে বেতশিল্প নিয়ে পঠনপাঠন এবং গবেষণা একান্ত প্রয়োজন। বাংলা তথা ভারতের অন্যতম প্রাচীন কুটির শিল্প বেতশিল্প।
লেখিকার এই গবেষণায় বেতশিল্পের কাঁচামাল, প্রস্তুত প্রণালী, শিল্পীসমাজের আর্থসামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট আলোচিত হয়েছে। নানা সমস্যা সত্ত্বেও এর সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎকে অস্বীকার করা যায় না। লোকসংস্কৃতি স্থবির নয়, চলমান এর প্রবাহ। পরিবর্তন, পরিবর্জন, পরিমার্জন সর্বদা এখানে ক্রিয়াশীল। ফলত লোকশিল্পের ক্ষেত্রেও একইভাবে অভিযোজন লক্ষ করা যায়। বেতশিল্প আধুনিক আসবাবপত্র, অন্দরসজ্জা, প্যান্ডেলসজ্জার মাধ্যমে এক বলিষ্ঠ স্থান করে নিয়েছে।
নদিয়া জেলার ইতিহাসের এক ক্ষুদ্র অংশ নিয়ে ভাবনায় এই গ্রন্থ, নদিয়া জেলার বেতশিল্পের ইতিহাসটিকে সংরক্ষিত করার প্রয়াস থেকেই এই কাজ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি
Boier Haat™ | © All rights reserved 2024.